দেশের সকল সেক্টর থেকে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা আয়োজন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, কুমিল্লা। ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উপমহাপরিদর্শকের কার্যালয়, কুমিল্লার সভাকক্ষে উপমহাপরিদর্শক জনাব সৈয়দ নাজমুল রাশেদ মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, কুমিল্লায় কর্মরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নওরোজ দীপ্ত মহোদয়। সভায় বক্তারা বাংলাদেশে শিশুশ্রমের প্রকৃত কারণ ও শিশুশ্রম প্রতিরোধ করণীয় বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,
উপমহাপরিদর্শকের কার্যালয়, জাদুঘর রোড, ক্যাডেট কলেজের ১ম গেইট সংলগ্ন,
কোটবাড়ী-৩৫০৩, সদর দক্ষিণ, কুমিল্লা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস